সাচনাবাজার
0
দর্শনীয় স্থানের বর্ণনা
সুনামগঞ্জ জেলার অদূরবর্তী জনপদ সাচনাবাজার ইউনিয়ন। জেলা শহর হতে ১৯ কিঃ মিঃ পশ্চিমে ঐতিহ্যবাহী সাচনা বাজার, বাজারে প্রবেশ করলেই দেখা যাবে শত বছরেরও বেশী সময়ের কালে স্বাক্ষীহয়ে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি কড়ই ও অশবথ গাছ। ঐতিহ্যবাহী এই সাচনা বাজারকে কেন্দ্র করে এর নামকরন করা হয়েছে সাচনা বাজার ইউনিয়ন। ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা। এছাড়া মাঝ দিয়ে বয়ে গেছে মেঘালয় থেকে নেমে আসা রক্তি নদী। রক্তি ও সুরমার মিলিত স্থানে অবস্থিত সাচনা বাজার ইউনিয়ন পরিষদ কমপেস্নক্স ভবন। এখান থেকে জেলা শহরের সাথে রয়েছে সড়ক ও নদী পথের উত্তম যাতায়াত ব্যবস্থা। সাচনা বাজার থেকে জেলা শহরে যেতে যেতে যতদুর চোখ যায় দেখা যাবে বাংলাদেশের বিখ্যাত ফাজিরপুরের বালি ও পাথর। ঘাটে ঘাটে নোঙর করা জাহাজ, শত শত কর্মজীবি শ্রমিক। সবকিছু মিলে মনে হয় যেন একটি নদী বন্দর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস